চার বছর পর ভারী তুষারপাতে টোকিওতে জনজীবন স্থবির হয়ে পড়েছিল। ২০১৪ সালের পর এই প্রথম টোকিওতে ভারী তুষারপাত হয়েছিল। তুষারপাতে রাজধানী টোকিও সাদাশুভ্র চাদরে ঢাকা পড়ে যায়।
২২ জানুয়ারি সোমবার দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত বিরামহীন একটানা তুষারপাত হয়। জাপান আবহাওয়া অফিস অবশ্য বারবার সতর্ক করে দিচ্ছিল। জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে ঘরের বাহির না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আবহাওয়া বার্তায়। একই সঙ্গে কর্মজীবীদের কাজ শেষে দ্রুত বাড়ি ফিরে যাবার জন্য বলা হয়েছে বারবার। এমনকি রাস্তায় হাঁটার সময় পা পিছলে দুর্ঘটনার শিকার যেন হতে না হয় এজন্য কোটের পকেটে হাত না রেখে হাঁটতে বলা হয়েছে। এজন্য পেঙ্গুইনদের হাঁটা অনুসরণ করতে বলা হয়েছে ইলেকট্রনিক প্রচার মাধ্যমগুলোতে। ডেমি দেখানো হয়েছে বারবার।
২২ জানুয়ারি ’১৮ টোকিওর কোনো কোনো এলাকায় ২৩ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের রেকর্ড করা হয়েছে বলে জাপান আবহাওয়া বিভাগ সূত্রে জানা যায়। ২০১৪ সালে এই রেকর্ড ছিল ২৭ সেন্টিমিটার।
বিকেল ৩টার পর থেকে ৭টা পর্যন্ত অধিক হারে তুষারপাতের কারণে শিক্ষার্থী এবং অফিস ফেরত মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। কারণ অধিকহারে তুষারপাতের কারণে গণপরিবহনগুলো প্রায় অচল হয়ে পড়ে। টোকিওতে যোগাযোগের অন্যতম মাধ্যম রেল ও বাসের সংখ্যা কমিয়ে এবং গতি মন্থর করে চালাতে হয় তুষার জমে পুরু হয়ে যাওয়ার কারণে।
ব্যস্ততম শহরগুলোর রাস্তার ওপর তুষার জমে যাওয়ার কারণে গাড়ি চলাচলে স্থবিরতা দেখা দেয়। কোনো কোনো স্থানে ১০ কিলোমিটারেরও বেশি ট্রাফিক জ্যাম দেখা যায়। ট্যাক্সি পেতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের। তবে, এই উপলক্ষে চালকরা বেশি দাম হাঁকেননি। সাধারণ সময়ের মতোই মিটারের রেট অনুযায়ী ট্যাক্সি চলাচল করে। টোকিওর রেইনবো ব্রিজে ৬০টিরও বেশি গাড়ি আটকে যায়। পারাপার বিপজ্জনক হওয়ায় গাড়িগুলো আটকে যায়।
তুষারপাতের কারণে ৮৩টি সড়ক দুর্ঘটনা ৬৭টিসহ মোট ৭০০’রও বেশি দুর্ঘটনার রেকর্ড জাপান পুলিশের খাতায় স্থান পায়। এদের মধ্যে ৬৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তবে, বড় ধরনের কোনো দুর্ঘটনা এবং জানমালের কোনো ক্ষতি হয়নি বলে জাপান পুলিশ জানায়।
তুষারপাতের কারণে ২২ জানুয়ারি টোকিওর হানেদা বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ২৫০টিরও বেশি বিমান ওঠানামা করতে পারেনি। নারিতা বিমানবন্দর থেকেও আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ রুটে কোনো ফ্লাইট ছেড়ে যেতে পারেনি এবং নামতেও পারেনি। প্রায় ১০ হাজারেরও বেশিসংখ্যক যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়। বলাবাহুল্য, শীতের তীব্রতা অনেককেই পর্যুদস্ত করে।
এইদিন (মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) জাপানে উত্তর অঞ্চল হোক্কাইতোতে ৫০ সেন্টিমিটারের বেশি তুষারপাত হয়। ভারী তুষারের শ্বেতশুভ্র সাদা কম্বলে ঢাকা মঙ্গলবার লাখ লাখ মানুষ চরম ভোগান্তির শিকার হন। অফিসগামী এবং শিক্ষার্থীরা চরম অসহায় অবস্থায় পতিত হয় এইদিন।
এলাকাবাসী, মিউনিসিপাল কর্তৃপক্ষ, অফিসকর্মীগণ এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কর্মীরা সকাল থেকে বরফ কেটে রাস্তা তৈরিতে ব্যস্ত সময় কাটাতে হয়। যদিও শিশুরা তুষার দিয়ে দিনভর খেলায় মেতে থাকে। তুষার দিয়ে ঘর, পুতুলসহ বিভিন্ন খেলনা বানাতে ব্যস্ত থাকে তারা।
rahmanmoni@gmail.com
সাপ্তাহিক
Leave a Reply