“মাওয়া ও শিমুলিয়া ফেরিঘাটে দলীয় নেতাদের অবস্থান নেয়ার আহবান”

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্রিড়া সংগঠক আলহাজ আব্দুর রশিদ শিকদার আগামী ৮ই ফেব্রুয়ারি দলীয় নেতাকর্মীদের পদ্মা সেতু প্রকল্প এলাকা, মাওয়া চৌরাস্তা এবং শিমুলিয়া ফেরিঘাট এলকায় অবস্থান নেয়ার আহবান জানিয়ে বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে খাওয়ার রায় হবে আগামী ৮ই ফেব্রুয়ারি।

এই রায়ের উছিলা করে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিএনপি-জামাত অরাজকতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে লৌহজংয়ের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকা এবং দক্ষিণবঙ্গের প্রবেশপথ শিমুলিয়া ফেরিঘাট এলাকায়। আগামী ৮ই ফেব্রুয়ারি সকাল থেকে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং যুবলীগ ও ছাত্রলীগসহ সবাইকে সাথে নিয়ে অবস্থান করার আহবান জানান। সেদিন কোন ধরণের কোন নাশকতা কেউ করার চেষ্ঠা করলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়ার নির্দেশ দেন। তিনি শনিবার বিকেলে লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতবস্ত্র অনুষ্ঠানে বক্তব্যদানকালে এইসব কথা বলেন।

মোজাম্মেল হোসেন সজল
ব্রেকিং নিউজ

Leave a Reply