শ্রীনগরে ৪১৮ পিস ইয়াবাসহ যুবক আটক

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ৪১৮পিস ইয়াবাসহ মাহাদী আহমেদ আবীর (১৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলানিউজকে এ তথ্য জানায় র‌্যাব-১১। এরআগে শুক্রবার (০২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ষোলঘর স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আবীর উপজেলার ভূজপাড়া (খানাবাড়ী) সাতগাঁও এলাকার আল আমীন খানের ছেলে।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক নাহিদ হাসান জনি বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে ষোলঘর স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪১৮ পিস ইয়াবাসহ আবীরকে আটক করে র‌্যাব। উদ্ধার করা মাদকের মূল্য ১ লাখ ২৫ হাজার ৪০০ টাকা হবে বলে জানান তিনি।

আবীরের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান কমান্ডার জনি।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply