মুন্সীগঞ্জে পুলিশের সাথে রিংকু বাহিনীর গোলাগুলিতে রিংকু নিহত

গুলিবিদ্ধ এস আই সঞ্জয় দত্তকে ঢাকা মেডিকেলে প্রেরন
জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জ সদরের বাংলাবাজার ইউনিয়নে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের সাথে ২১ মামলার আসামী রিংকু বাহিনীর সংঘর্ষ হলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রিংকু। এই ঘটনায় এস আই সঞ্জয় দত্ত গুলিবিদ্ধ হয়ে আহত হলে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। এসময় এ এস আই নুরুদ্দিন ও সোহেল আহত হয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম জানান, শুক্রবার সকাল সাড়ে দশটায়য় রিংকু বাহিনী বাংলাবাজারের কয়েকটি দোকানে ডাকাতি করতে নিলে খবর পেয়ে পুলিশ ছুটে যায়, এসময় পুলিশের ওপর ডাকাত দল গুলি ছুঁড়ে, পরে উভয় পক্ষের প্রায় দুই ঘন্টা গোলাগুলির ঘটনা ঘটে। এক সময় এস আই সঞ্জয় দত্তের পায়ের উপরের অংশে গুলি বিদ্ধ হলে প্রথমে সঞ্জয়কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আর সংঘর্ষের এক পর্যায়ে মাঝি কান্দি এলাকায় রিংকু বাহিনীর প্রধান রিংকুর পেটে ও পায়ে গুলি নিয়ে সেখানেই মৃত্যুর পথে ঢলে পরে রিংকু। এর আগে সদর থানায় রিংকুর বিরুদ্ধে ২১ মামলা রয়েছে বলে জানান পুলিশ সুপার।

Leave a Reply