মোঃ রিয়াদ আহমেদ : রঙিন স্বপ্ন গুলো ছোট্ট ক্লিকে ক্যামেরা বন্ধী করার জন্য “স্বপ্ন বুনি আলো ছায়ায়” স্লোগান দিয়ে মুন্সীগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির শুভ উদ্বোধন হয়েছে।
আজ ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকাল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমি প্রঙ্গণে এক ঝাঁক তরুণ-তরুণী ও ফটোগ্রাফার ব্যক্তিত্বদের নিয়ে মুন্সীগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস জাতীয় উপ-কমিশনার ও (উপ সচিব) উপ পরিচালক, স্থানীয় সরকার শাখা, মুন্সীগঞ্জ স্কাউটার আবু সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, জেলা শিল্পকলা কালচারাল অফিসার মোখলেছ হিলালী, দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা রোভারের সম্পাদক মো. জুনায়েদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির, নাট্যকার ও নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী, চিত্র শিল্পী ও আলোকচিত্রী তাহের মাহমুদ, মুন্সীগঞ্জ ফটোগ্রাফিক আহ্বায়ক রায়হান আহমেদ, সদস্য সচিব কামরুল হাসান পায়েল প্রমুখ।
বক্তারা ভাষা শহীদদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সৃজনশীল ফটোগ্রাফির মাধ্যমে মুন্সীগঞ্জের অগ্রগতি বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানান।
Leave a Reply