খালেদা জিয়ার মুক্তির দাবীতে মুন্সীগঞ্জে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভায় পুলিশের লাঠি চার্জ, আহত ১০

জসীম উদ্দীন দেওয়ান : বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠি চার্জের ঘটনা ঘটে। টানা তিন দিনের কেন্দ্রীয় কর্ম সূচির অংশ হিসেবে মঙ্গল বেলা সাড়ে এগারোটার দিকে জেলা শহরের সুপার মার্কেট সংলগ্ন দলটির পার্টি অফিস থেকে বিএনপির সভাপতি আব্দুল হাই এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ মিছিলে লাঠি চার্জ করে মিছিল পন্ড করে দেয়। এসময় জেলা ছাত্র দল ও সেচ্ছাসেবক দলের সভাপতিসহ প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর আগে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদ সভার আয়োজন করে দলটি।


Leave a Reply