মুন্সীগঞ্জে একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোজাম্মেল (২৮) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর শিশুটিকে প্রথমে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠায়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন বাংলানিউজকে জানান, বেলা ১২টার দিকে বাড়ির ভাড়াটিয়া দিনমজুর মোজাম্মেল একটি শিশুকে নিজের ঘরে নিয়ে যায়। পরে ওই শিশুটিকে ধর্ষণ চেষ্টাকালে আশপাশের লোকজন দেখে ফেলে। এ সময় মোজাম্মেল পালাতে চেষ্টা করলে স্থানীয়রা মোজাম্মেলকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। এ ঘটনায় ধর্ষক মোজাম্মেলের বিরুদ্ধে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply