সিপাহীপাড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ট্রাকচাপায় মো. রিফাত (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিফাত ওই এলাকার সেন্টু মিয়ার ছেলে। হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে বাড়ির কাছে রাস্তা পার হচ্ছিল রিফাত। এসময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, দুর্ঘটনার পর পর চালক ট্রাক ফেলে পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার কারণে ঘণ্টা খানেক যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

কালের কণ্ঠ

Leave a Reply