নাছির উদ্দীনঃ মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার বালচুর ইউনিয়নের খাসকান্দি মধ্যেরচর গ্রামের জাকির হোসেনর রিক্সা গ্যারেজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন পাবলিকেশন্সের নকল গাইড বই জব্দ করেছে। এসময় পাঁচ লাখ টাকার নকল সৃজনশীল গাইড বই উদ্ধার করা হয়। এসময় পুলিশকে সহায়তা করেন অভিযোগকারী লেকচার পাবলিকেশন্স লিঃ প্রতিনিধিরা। সিরাজদিখান থানার উপ-পরিদর্শক ইলিয়াসের নেতৃত্বে লেকচার পাবলিকেশন্স লিঃ এর পক্ষে মোঃ শফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
ওই প্রতিষ্ঠানের মোঃ শফিকুল ইসলাম দাবি করেছেন, দীর্ঘদিন ধরে সিরাজদিখানের অধিকাংশ লাইব্রেরিতে নকল বই বাজারজাত করে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করে আসছে। ইতিপূর্বেও ওইসব এলাকা থেকে একাধিকবার নকল সৃজনশীল বই উদ্ধার করা হয়েছে। তিনি জানান, এ ব্যাপারে সিরাজদিখান থানায় একটি মামলা হয়েছে। অভিযোগ রয়েছে, সরকার শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং, প্রাইভেট বন্ধের পাশাপাশি নোট গাইড বেচা কেনা নিষিদ্ধ করেছে। কিন্তু সিরাজদিখানসহ পুরো উপজেলার লাইব্রেরি গুলোতে বিভিন্ন কোম্পানীর পাশাপাশি ওই কোম্পানীর লোগো ব্যবহার করে গাইড বই বেচকেনা হচ্ছে প্রকাশ্যে। থেমে নেই প্রাইভেট কোচিংও। স্থানীয় প্রাশাসন নজরদারি না করায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী বাড়লেও শিক্ষার মান দিন দিন পিছিয়ে পড়ছে।
Leave a Reply