মাটি লুট করছেন রামপাল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য!

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফুলন কাজী কয়েক বছর ধরে অবৈধভাবে নদীর তীরবর্তী কৃষকের জমির মাটি কেটে চলেছেন। পরে তা বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। এতে টঙ্গিবাড়ী উপজেলার তালতলা-গৌরগঞ্জ খাল ও ধলেশ্বরী নদীর দুই পারের অনেক কৃষকের জমি বিলীন হওয়ার পথে।

সরেজমিনে গত শনিবার ওই এলাকায় গিয়ে দেখা গেছে, টঙ্গিবাড়ীর কাইচাইল গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালে ড্রেজার মেশিন বসিয়ে পাইপ দিয়ে বড় একটি পুকুর ভরাট করছে ফুলন মেম্বার। এতে ওই এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। মাটি কাটার ফলে খাল ও নদীর তীরবর্তী কৃষকের জমি ও বসতবাড়ি বিলীন হওয়ার মতো অবস্থা হলেও মুখ খুলতে সাহস পচ্ছেন না ভুক্তভোগীরা।

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ফুলন কাজী কয়েক বছর ধরে অবৈধভাবে নদীর তীরবর্তী কৃষকের জমির মাটি কেটে নিয়ে তা বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। ছবি : কালের কণ্ঠ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে হাত মিলিয়ে নির্বিঘ্নে নদীর পার ও কৃষকের জমির মাটি কাটলেও প্রশাসন রহস্যজনক কারণে নীরব রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, টঙ্গিবাড়ীর কাইচাইল, কুণ্ডের বাজার, শিলিমপুর, তস্তিপুর, বালিগাঁও বেতকা এলকায় ফুলন মেম্বারের রয়েছে একাধিক সন্ত্রাসী বাহিনী। তাদের ভয়ে ফুলনের অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বলছে না।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ফুলন কাজী বলেন, ‘আমি বিআইডাব্লিউটিএ থেকে অনুমতি নিয়ে মাটি কাটছি।’ তবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই খালে মাটি কাটার কোনো অনুমতি নেই।

টঙ্গিবাড়ী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবিরুল ইসলাম বলেন, ‘আমি ফুলন মেম্বারকে কাগজপত্র না দেখানো পর্যন্ত মাটি কাটতে নিষেধ করেছি। অবৈধভাবে মাটি কাটলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার বলেন, ‘আমরা কাউকে সরকারি খাল থেকে মাটি কাটার অনুমতি দিইনি। অবৈধভাবে কেউ বালু কিংবা মাটি কাটলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ মোটরসাইকেল জব্দ মুন্সীগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ১৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের সুপারমার্কেট ভাস্কর্যের সামনে থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগে এসব মোটরসাইকেল জব্দ করা হয়। টি আই প্রশাসন শেখ শাহাদাত আলী বলেন, ‘জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুলের নিদের্েশ আমরা বিশেষ অভিযান চালিয়েছি।’

কালের কণ্ঠ

Leave a Reply