১৮ মিনিট ৩১ সেকেন্ড – জসীম উদ্দীন দেওয়ান

সেই জাদুকরী ভাষনে, আন্দোলিত জাতি।
উত্তাল ৭ কোটি প্রাণ, বিস্মিত বিশ্ব মাতামাতি।
থামবে অত্যাচার, মিলবে মুক্তি।
১৮ মিনিট ৩১ সেকেন্ডের কবিতায়, উঠে যতো যুক্তি।
মরতে শিখা জাতি, দমানোর নেই গতি।
রক্ত ঢেলে হলেও, ছুটে চলি সংগ্রামের প্রতি।
এমন কথার মালা, ভেঙ্গে বন্দি তালা।
হৃদয়ে জাগ্রত বাঙ্গালী, মিঠাবে ২৩ বছরের জ্বালা।
বাঁচবার অধিকারের কথা, ন্যায্য হিস্যার কথা।
দুর করতে জমানো, কোটি বাঙ্গালীর বুকের ব্যাথা।
রেসকোর্স ময়দান, জড়োছিলো ৭ কিংবা ২০ লাখ প্রাণ।
ধরাতে পাকিস্তানী অত্যাচারে মরক, ৭ মার্চ শোনে মুক্তির স্বারক।।

Leave a Reply