মুন্সীগঞ্জের শ্রীনগরে খাদ্য অধিদপ্তর পরিচালিত হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরে চাল বিতরণের প্রথম দিনেই অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সদর ইউনিয়নের ডিলার জুয়েল মীরের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার দুপুর ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্রীনগর কলেজ গেটে ডিলার জুয়েল মীরের দোকান থেকে ৩০ কেজির দাম নিয়ে দরিদ্রদের ২৯ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এ সময় কর্ডধারী গরিব মহিলারা হৈচৈ শুরু করলে শ্রীনগর ইউপি সদস্য সাহানা বেগম প্রতিবাদ করে বলেন, ‘সবাইকে ৩০ কেজি করে চাল দিতে হবে।’ এ সময় ডিলার জুয়েল মীরের ভগ্নিপতি রবিউল আলম ইউপি সদস্যকে ইশারা দিয়ে বলেন, ‘প্রতি বস্তায় দুই কেজি চাল কম আছে। তাই চেয়ারম্যান ২৯ কজি করে দিতে বলেছেন।’ এ ব্যাপারে শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান বলেন, ‘আমি কাউকে কম দিতে বলিনি।’ চাল কম দেওয়ার বিষয়টি শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামকে জানালে তিনি তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
কালের কন্ঠ
Leave a Reply