বর্ণাঢ্য আয়োজনেমুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু সমাবেশ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মার্চ) সকাল ৯ টায় জেলা প্রশাসন এর কার্যলয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা জানান ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে কেক কাটা হয়।

বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সভাপতিত্বে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে বেদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুন্সীগঞ্জ ৩ আসনের সাংসদ এড. মৃনাল কান্তি দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা সিভিল সার্জন ডা. মো: হাবিবুর রহমান মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার হোসেন ভুইয়া প্রমুখ।

বিডি২৪লাইভ/

Leave a Reply