শূন্যতার গান – জসীম উদ্দীন দেওয়ান

তুমি আছো,
তুমি বসে আছো নাকি আমার লাগি?
ঘুম ঘুম চোখ নিয়ে আছো জাগি..
গগনে ঠাঁই নেয়া চাঁদটির মতো,
নীল সাগরের বুকের জমানো ক্ষত।
বার বার হুক করে কেঁদে ওঠা বুক।
এখানেই নাকি তোমার যতো সুখ?
তুমি আছো, তুমি বসে আছো।

নীল পর্দাটা সড়িয়ে তুমি, খোলে বাতায়ন।
বুকের ছায়ায় বিষের, লাগে সমীরন।
চেয়ে আছো তবু অবিরত পথে,
অমানিশার ঘোর, ব্যাথা নেই তাতে।
তুমি আছো আমারি লাগি, তুমি আছো।

নীল গালিচার তরে দিয়েছো চরণ,
ব্যাথা গায়ে জড়িয়ে, হয়নি মরন।
নিশিভর কেন আমারি লাগি, যাতনা সহে রয়েছো জাগি?
তুমি আছো, তুমি আছো..

নকশী কাঁথার মাঠের সাজু হয়ে।
দূ’চোখে অশ্রু যায় বয়ে বয়ে।
নির্ঘুম রাত কাটে রূপাইয়ের তরে।
ঘুম ভাঙ্গা তারার স্বপ্নের ভিরে।
তুমি আছো, তুমি আছো, আমারি লাগি।
বিষ ঘেরা রজনী,তবু সুখে জাগি।
তুমি আছো, তুমি আছো।।

Leave a Reply