শ্রীনগরে ৩ মাস যুদ্ধ করে মৃত্যুর কাছে হেরে গেল জোড়া লাগানো দুই বোন ইতি ও সিঁথী

আরিফ হোসেন: শ্রীনগরে জীবনের সাথে প্রায় সাড়ে ৩ মাস যুদ্ধ করে মৃত্যুর কাছে হেরে গেল জোড়া লাগানো দুই বোন ইতি ও সিঁথী। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার দোগাছি এলাকার নিজ বাড়িতে তাদে মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, গত বছরের ৫ ডিসেম্বর দোগাছী এলাকার আবুল কালামের স্ত্রী তাসলিমা আক্তার ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার আদদ্বীন হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে যমজ দুই মেয়ে ইতি ও সিঁথীর জন্ম দেন।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানার সার্বিক সহযোগীতায় গত বছর ১৭ ডিসেম্বর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে ৭ দিন চিকিৎসার পর তাদেরকে ২৪ ডিসেম্বর নিজ বাড়িতে নিয়ে আসে তাদের পরিবার। চিকিৎসকদের বরাত দিয়ে বাবা আবুল কালাম জানান, পেটের অংশে জোড়া লাগানো ইতি ও সিঁথীর মাথা, হাত-পা আলাদা হলেও চিকিৎসকরা জানিয়েছিলেন তাদের যকৃত ও হৃদপিন্ড একটি। বয়স বাড়ার পর তাদের আলাদা করার পরামর্শ দিলেও সোমবার সকালে তাদের মৃত্যু হয়। ইতি ও সিঁথীর মৃত্যুতে দোগাছি এলাকায় শোক নেমে এসেছে।

Leave a Reply