অবৈধ মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

*লৌহজংয়ে ৮টি ড্রেজার মেশিন জব্দ
অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে খাল হতে মাটি কাটার দায়ে লৌহজংয়ে ৮টি মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে হলদিয়া-গোয়ালী মান্দ্রা খাল হতে এসব ড্রেজার জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া জানান, বেশ কিছু দিন যাবৎ এ খালটিতে দেশীয় ড্রেজারের সাহায্যে মাটি খনন চলছিল। এতে স্থানীয় বাসিন্দাদের জায়গাজমি হুমকির মুখে পড়ে। ইতিপূর্বে তাদের না করা হয়েছিল অপরিকল্পিতভাবে মাটি কাটতে। কিন্তু তারা কোন নিষেধাজ্ঞা মানছিলনা। আজ (গতকাল মঙ্গলবার) ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে আসলে এসব ড্রেজারের মালিক পালিয়ে যায়। তাই তাদেরকে জেল জরিমানা করা সম্ভব না হওয়ায় এসব ড্রেজার জব্দ করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে। ড্রেজারের মালিকদের মধ্যে রয়েছে হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিম মৃধ ও মনির হোসেনসহ আরো দুই ব্যক্তি।

জনকন্ঠ

Leave a Reply