টঙ্গীবাড়িতে দুই কোল্ড স্টোরেজকে জরিমানা

কোল্ড স্টোরেজে আলুর বস্তা ৮০ কেজির পরিবর্তে হতে হবে ৫০ কেজির বস্তা। হাইকোর্টের এই নির্দেশ অমান্য করায় মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলায় দুইটি কোল্ড স্টোরেজকে ২২০০টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া অবৈধভাবে নদী মাট উত্তোলন করার দায়ে ড্রেজার মেশিন নষ্ট করা হয়েছে।

বুধবার (২১ মার্চ) সকালে উপজেলার সেলিমপুরে ধলেশ্বরীর শাখা নদীতে অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন নষ্ট করা হয় এবং ভাসমান পাইপ ডুবিয়ে দেয়া হয়। এছাড়া দি আলেয়া হোসেন কোল্ড স্টোরেজ ও সিলিমপুর কোল্ড স্টোরেজকে ১৮৮(খ) ধারায় তাদেরকে জরিমানা করা হয়। দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, আইন অমান্য করে আলুর বস্তা ৫০ কেজির জায়গায় ৮০ কেজি হওয়ায় দুই কোল্ড স্টোরেজকে জরিমানা করা হয়।

অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করার দায়ে তাদের জরিমানা করা হয়।

সোনালীনিউজ

Leave a Reply