বজ্রযোগিনীতে গাছের সঙ্গে হাত-পা বাঁধা বৃদ্ধের লাশ উদ্ধার

মঈনউদ্দিন সুমনঃ মুন্সীগঞ্জ সদর উপজেলা থেকে গাছের সঙ্গে হাত-পা বাঁধা এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে বজ্রযোগিনী ইউনিয়নের মামাসার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম লালচাঁন শেখ (৬০)।

এলাকাবাসী জানান, আজ সকালে মানিক শেখের বাগানে গাছের সঙ্গে হাত-পা বাঁধা লালচাঁন শেখের লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে পুলিশ।

লালচাঁন শেখের দুই ছেলে কাতারপ্রবাসী ও আরেক ছেলে ইতালিপ্রবাসী। ছেলেরা বিদেশ থেকে ভিসা পাঠালে সেই ভিসা লালচাঁন শেখ দেশে বিক্রি করতেন বলে দাবি করেন স্থানীয়রা।

বজ্রযোগিনী ইউনিয়নের মেম্বার সোহেল রানা জানান, ভিসা-সংক্রান্ত বিরোধের জেরেই লালচাঁনকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন তাঁরা।

হাতিমারার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জিল্লুর রহমান জানান, সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় লালচাঁন শেখের হাত-পা বাঁধা ছিল। পরে লাশটি উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

এনটিভি

Leave a Reply