খেলা সাংবাদিকদের সঙ্গে, জিতলেন পুলিশ সদস্যরা

মঈনউদ্দিন সুমন: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার মুন্সীগঞ্জ প্রেসক্লাব ও জেলা পুলিশ একাদশের মধ্যে প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। শহরের থানা কাউন্সিল এলাকা সংলগ্ন জেলা পুলিশ লাইন্স মাঠে এই ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। প্রীতি এই ম্যাচে মুন্সীগঞ্জ প্রেসক্লাবকে ৫২ রানের ব্যবধানে হারিয়েছে জেলা পুলিশ একাদশ।

২০ ওভারের এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জেলা পুলিশ একাদশ। ১৯ ওভার ২ বলে ১০ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৫৩ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০১ রানে গুটিয়ে যায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের ইনিংস।

টি-টোয়েন্টির প্রীতি এই ক্রিকেট খেলায় পুলিশ একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। মুন্সীগঞ্জ প্রেসক্লাব দলের অধিনায়ক হিসেবে ছিলেন মুন্সীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সভ্যতার আলোর বার্তা সম্পাদক মামুনর রশীদ খোকা।

প্রীতি ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের ক্রিকেটারদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশফাকুজ্জামান খন্দকার, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী, সদর থানার ওসি আলমগীর হোসাইন, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নূপুর, সহসভাপতি সুজন হায়দার জনি, কোষাধ্যক্ষ সেতু ইসলাম, ক্রীড়া সম্পাদক শিহাবুল হাসান প্রমুখ।

এনটিভি

Leave a Reply