“ঘরেও নারী বাহিরেও নারী “

উৎসবে আয়োজনে জাপানে বাংলা সংস্কৃতির লালন মূল প্রতিপাধ্য দিয়ে ক্রিয়েটিভ আইডিয়া অব বাংলাদেশের উদ্যোগে জাপানে অনুষ্ঠিত হল বাংলাদেশ জাপান আন্তজার্তিক পিঠা উৎসব ২০১৮ইং । জাপানের কানাগাওয়া প্রিফেকচারের ইয়োকোহামা সিটির হলে রবিবার বাংলাদেশ, জাপান, ভারত, ইন্দোনেশিয়া সহ জাপানে বসবাস কারী প্রবাসী নারীদের তেরী বিভিন্ন প্রকার দেশীয় পিঠা এবং রকমারী খাবারের উৎসব বসেছিল ইয়োকোহাম সিটির হলে ।সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত উৎসবে মেতেছিল উপস্হিত সকলে । যে সকল নারী ঘরের সকল দায়িত্ব পালন করেও বাহিরে কাজ করে দুই দিকেই সামলিয়ে থাকে সে সকল নারীদের উদ্দেশ্যে পিঠা উৎসব উৎসর্গ করা হয়েছে । পিঠা উৎসবের মাঝে নারীদের অংশগ্রহনে মিউজিকাল চেয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ।


Leave a Reply