সিরাজদিখানে কিশোরীর আত্মহত্যা

নাছির উদ্দীন : সিরাজদিখানে কোলা ইউনিয়নের কোলা গ্রামে ১৪ বছর বয়সী জান্নাতুল ফেরদৌস নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় কোলা গ্রামের ইয়াসমিনের বাড়ী থেকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া লাশ পুলিশ উদ্ধার করে। সে গৃহপরিচারিকা হিসেবে ইয়াসমিনের বাড়িতে কাজ করত। সে খাগড়াছরি জেলার মাটিরাঙা থানার মফিজুল ইসলামের মেয়ে।

ইয়াসমিন জানান, ৫ বছর আগে জান্নাতের মা জান্নাতকে আমার বাসায় গৃহপরিচিকার কাজে দিয়ে যায় ,ওর সাথে আমাদের কোন মনোমালিন্যতা ছিল না। কি কারনে ও এরকম কাজ করল ভেবে পাই না ।

সিরাজদিখান থানার এসআই মো.আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না প্যাচিয়ে সে আত্মহত্যা করে। লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মযনা তদন্তের রিপোর্ট পেলে আরো নিশ্চিত হওয়া যাবে কি কারণে সে আত্মহত্যা করল। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি অপমৃতে্যু মামলা হয়েছে বলেও তিনি জানান ।

Leave a Reply