গজারিয়া উপজেলায় হোসেন্দী ইউনিয়নের গ্রাম হোসেন্দীর প্রতিবেশী আবু তালেব সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঝাড়ু– মিছিল করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১১ টায় ঐ গ্রামের রাস্তায় অর্ধশত নারী পুরুষ ঝাড়ু– মিছিল করেছে। স্থানীয় সূত্রে জানাযায় গত রবিবার দুপুরে হোসেন্দী নূরে মদিনা জামে মসজিদের মাইক ধরাকে কেন্দ্র করে মিন্নত আলি (৭৫), পিতাঃ মৃত পঞ্চাত আলীকে মারধর করে আবু তালেব ও তার ছোট ভাই আব্দুর রহমান। এই ঘটনায় ঐ মসজিদের একাধিক মুসূল্লি আবু তালেব কে অবগত করতে গেলে তিনি মুসূল্লীদের উপর ক্ষেপে গিয়ে গালমন্দ করতে থাকে। এতে এক পর্যায় হাতাহাতি হলে আবু তালেব (৫২), তার স্ত্রী আজমিরি (৪৫) ও তার ভাই আঃ রহমান(৪৮) আহত হয়।
এ ব্যাপারে আবু তালেব বলেন, আমাকে অকারণে মারধর করা হয়। আমি গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আবু তালেব এর প্রতিবেশী মুক্তিযোদ্ধা মজিবর রহমান বলেন, আবু তালেব একজন অসামাজিক লোক, সে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের মারধর ও মামলা মোকাদ্দমা করে হয়রানি করে। অত্র এলাকায় তার অনেক নজির রয়েছে। আবু তালেব এর আরেক প্রতিবেশী রাজা মিয়া (৭৫) জানান, পূর্বে আবু তালেব একটি মহল্লা থেকে বিতারিত হয়ে এসে আমাদের মহল্লার মসজিদে অন্তরভূক্ত হয়, এখানে এসেও তার অত্যাচারি মনোভাব থেকে ইমাম সাহেবরা পর্য়ন্ত রেহাই পায়নি। এব্যপারে গজারিয়া থানার ওসি হারুন অর রশিদ জানান দুই জন উপ-পরিদর্ষক ঘটনা স্থলে পরিদর্ষন করছে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।
মুন্সিগঞ্জ নিউজ
Leave a Reply