সিরাজদিখানে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় পারুল বেগম (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মস্তফাগঞ্জ এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পারুল উপজেলার ইছাপুরা ইউনিয়নের শিয়ালদি গ্রামের চান মিয়ার স্ত্রী।

এই ঘটনায় মোটরসাইকেল চালক মধ্য শিয়ালদি গ্রামের মাজহারুল ইসলামের ছেলে জয় দেওয়ানকে (২৩) আটক করা হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় আহত হন পারুল। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মরদেহ থানা হেফাজতে আছে বলে জানান তিনি।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply