ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ী চাপায় শ্রমিক নিহত

মুন্সীগঞ্জে গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের আনারপুরা এলাকায় মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে অজ্ঞাত গাড়ি চাপায় স্থানীয় বসুন্ধরা শিল্প কারখানার শ্রমিক রবীন সিকদার (২৬) নিহত হয়েছেন।

গজারিয়া থানার ভবরচর হাইওয়ে পুলিশের এস আই মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে কুমিল্লাাগামী অজ্ঞাত একটি গাড়ি বসুন্ধরা কারখানার শ্রমিক রবীন সিকাদার বাইসাইকেল চড়ে মহাসড়ক ধরে যাওয়ার সময় দ্রতগামী একটি গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হয়।

পুলিশ তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত রবীনের বাড়ি কুমিল্লা জেলার মেঘনা থানা এলাকায়।

বিডি২৪লাইভ

Leave a Reply