কুমিল্লা জেলার মেঘনা থানার লুটেরচর সেতুর নিচ থেকে সোমবার সকালে এক অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে মেঘনা থানার পুলিশ।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দিন আহম্মেদ বলেন, আমাদের প্রাথমিক ধারণা কোথাও হত্যার পর লাশটি সেতুর উপর থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গজারিয়া উপজেলার ভাটেরচর ও মেঘনা থানার লুটেরচর এলাকার সংযোগ সড়কে মেঘনা নদীর শাখা নদীর ওপর নির্মিত সেতুর নিচে কাদা পানিতে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে সাড়ে এগারটায় লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে চেক ফুল হাতা শার্ট ও থ্রি কোয়ার্টার প্যান্ট পরিহিত ছিল।
মেঘনা থানার উপ-পরিদর্শক(এসআই)আশিকুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
ঢাকাটাইমস
Leave a Reply