জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে আনিস ভূঁইয়া (৪১) নামে এক ঠিকাদারকে দু’দফা পিটিয়েছে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় ওই ঠিকাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত ঠিকাদার আনিসের শ^শুর নুর মোহাম্মদ শেখ টঙ্গীবড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঠিকাদারের বাড়ি জেলার টঙ্গীবাড়ি উপজেলার বরুলিয়া গ্রামে।
ঠিকাদারের স্বজনরা জানান, বরুলিয়া গ্রামের ঠিকাদার আনিস ভূঁইয়ার ৬ শতাংশ জায়গা নিয়ে প্রতিপক্ষ রফিকুল ইসলাম ও শাকিলদের বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে বুধবার সকালে বরুলিয়া গ্রামে ঠিকাদারকে পিটিয়ে গুরতর আহত করে প্রতিপক্ষরা। আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথিমধ্যে সদরের রামপাল কলেজের পেছনে ঠিকাদারের উপর দ্বিতীয় দফায় সন্ধ্যায় হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় ঠিকাদারকে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তবতর চিকিংসকজ তাকে রাত ৯ টার দিকে তাৎক্ষনিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
আমার বার্তা
Leave a Reply