মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাধীন খিদিরপাড়া বাসুদিয়া নেছারিয়া ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা ও এতিমখানার টাকা আত্মসাতের প্রতিবাদে অধ্যক্ষের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
শনিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঘন্টাব্যাপি খিদিরপাড়া ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশনেয় মাদ্রাসার ছাত্র-অভিবাবক, শিক্ষকসহ স্থানীয় শতাধিক নারী-পুরুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারারী ব্যানার-ফেষ্টুনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোতাহার হোসনে শিকদারের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি, নারী কেলঙ্কারী তথ্য তুলে ধরে প্রশাসনরে দৃষ্টি আর্কষণ করেন।
তারা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ মোতাহের হোসেন বহু বছর যাবৎ মাদ্রাসায় নানা অপর্কম করে আসছে। মাদ্রাসা ও এতিমখানায় দানের অর্থ আত্মৎসাত করে আসছে। অচিরেই মাদ্রাসা থেকে অধ্যক্ষের প্রত্যাহারসহ এসব অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি ও আত্মৎসাতকৃত দানের টাকা ফেরতের দাবী জানান।
পরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অবজারভার
Leave a Reply