চাঁদাবাজি মামলায় মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান রাজীব জামিন পেয়েছেন। বুধবার মুন্সীগঞ্জ ১ নম্বর আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মো. হায়দার আলী মামলার বাদির জিম্মায় এ জামিন দেন।
এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ শহর লাগোয়া নতুনগাঁও এলাকা থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে রাজীবকে গ্রেফতার করে পুলিশ। পরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায়।
ওই দিন আদালত রিমান্ড ও জামিন শুনানীর জন্য বুধবার দিন ধার্য করে তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, গত বছরের ৫ ডিসেম্বর দুপুরে রাজীবের নেতৃত্বে একদল সন্ত্রাসী মুন্সীগঞ্জ সদরের রামশিং গ্রামের মৃত সায়েদ হাওলাদারের স্ত্রী রোকসানা বেগমের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। না দিলে বাড়িঘর থেকে তাড়িয়ে দেয়ার হুমকি দেয়। চাঁদা না দেয়ায় তারা ওই নারীর বাড়িঘর ভাঙচুর করে।
এ ঘটনায় ৭ ডিসেম্বর যুবলীগ নেতা রাজীবসহ ৮ জনকে আসামি করে রোকসানা বেগম বাদি হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন। গত সোমবার এ মামলায় রাজীবকে গ্রেফতার করে পুলিশ।
অবজারভার
Leave a Reply