২ পুত্রবধূর কলহের জেরে বৃদ্ধকে হত্যা করা হয়

গ্রেফতার আসামির তথ্য
স্থানীয় কুদ্দুস মিয়ার দুই পুত্রবধূর কলহের ঘটনায় সৃষ্ট বিরোধ ও বিদেশে লোক পাঠানো সংক্রান্ত ঘটনার জের ধরে মুন্সীগঞ্জের মামসার গ্রামের বৃদ্ধ লাল চান শেখকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ৪৭ দিন পর এ হত্যা মামলায় গ্রেফতার হওয়া অন্যতম আসামি আফজাল শেখ প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপরোক্ত তথ্য পুলিশকে জানিয়েছে। শনিবার গ্রেফতার আসামি আফজালকে নয় দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালতের বিচারক শুনানির দিন ধার্য করে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মুন্সীগঞ্জ থানাধীন হাতিমাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জিল্লুর রহমান জানান, আসামি গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৃদ্ধ লাল চান শেখ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হতে শুরু করেছে। তদন্তে পাওয়া তথ্যের সঙ্গে আসামি আফজালের দেওয়া তথ্যের মিল পাওয়া গেছে। গত ২৪ মার্চ রাতে আফজাল শেখ সহযোগীদের নিয়ে বৃদ্ধ লাল চান শেখকে হত্যা করে।

সমকাল

Leave a Reply