লৌহজংয়ে ব্যবসায়ী ও যুবলীগ নেতার বাসায় সন্ত্রাসী হামলা

লৌহজং উপজেলার মাওয়ায় বৃহত্তর মৎস্য আড়ত সমিতির সভাপতি ছানারঞ্জন দাস ও সাধারণ সম্পাদক এবং মেদিনীম-ল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলামের দক্ষিণ মেদিনীম-লের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ হামলা হয়।

অভিযোগে জানা যায়, মঙ্গলবার রাত ১১টায় হামিদুল ইসলামের মোবাইল ফোনে তাকে মৎস্য আড়তের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেয় দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পরই তার বাড়িতে হামলা চালায় তারা। এ সময় তার বাড়ির লোহার গেট লাঠিসোটা ও লোহার রড দিয়ে ভাঙ্গার চেষ্টা করে। বাড়ির লোকজন টের পেয়ে লৌহজং থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা চলে যায়। এরপর তারা একই এলাকার মৎস্য আড়ত সমিতির সভাপতি ছানারঞ্জন দাসের বাড়িতে হামলা চালায়। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ১৫ থেকে ২০ জনের দুর্বৃত্তের দল এর পর হামলা চালায় মেদিনীম-ল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার চাঁন মিয়ার বাড়িতে। দুর্বৃত্তরা হামলা চালিয়ে তার ঘরবাড়ি ভাংচুর করে। আশপাশের লোকজন ছুটে এলে তারা এলাকা ছেড়ে চলে যায়। এই বিষয়ে লৌহজং থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জনকন্ঠ

Leave a Reply