মুন্সীগঞ্জের গজারিয়ায় কাজ করার সময় মাটি কাটার যন্ত্রে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় জেএমআই ইন্ডাষ্ট্রিয়াল গ্যাস নামক প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস তালুকদার (২০) ভোলার চরফ্যাশন উপজেলার চর নিউটন গ্রামের মোহাম্মদ আলী তালুকদারের ছেলে।
গজারিয়া থানার এসআই মো. মোনায়েম মোল্লা ও কারখানা কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারখানার অভ্যন্তরে মাটি কাটার যন্ত্রে চাপা পড়ে আহত শ্রমিককে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক লায়লা ইয়াসমীন মৃত ঘোষণা করেন।
-অবজারভার
Leave a Reply