লৌহজংয়ে স্বামী ও শাশুড়ির অত্যাচার সইতে না পেরে আত্মহত্যা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে স্বামী ও শাশুড়ির অত্যাচার সইতে না পেরে রুমা আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রুমার পরিবার বলছে, তাঁকে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার বেজগাঁও ইউনিয়নের ছত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে। রুমা ওই গ্রামের সাগর সর্দারের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়াসহ নানা কারণে সাগর সর্দার প্রায়ই রুমাকে মারধর করতেন। শাশুড়িও অত্যাচার করতেন। এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে গতকাল দুপুরে রুমা ঘরের আড়ার সঙ্গে ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর পর সাগরসহ ওই বাড়ির সবাই পালিয়ে যায়। তবে রুমার বোন লিপি আক্তার দাবি করেন, তাঁর বোন আত্মহত্যা করেননি। তাঁকে মেরে ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। রুমাকে অত্যাচার করতেন বোনজামাই ও তাঁর মা।

ঘটনাস্থল পরিদর্শন শেষে লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান রুমাকে স্বামী ও শাশুড়ির অত্যাচারের কথা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মনয়াতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জেনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কালের কন্ঠ

Leave a Reply