জাপানে আ.লীগের ইফতার মাহফিল

জাপান প্রবাসীদের ইফতার সংস্কৃতি বেশ পুরনো। প্রতি বছর রমজান মাস আসলেই জাপান প্রবাসীদের মধ্যে ইফতার আয়োজনের রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কে কতো মহাধুমধামে জানান দিয়ে ইফতার মাহফিলের আয়োজন করবে তা প্রচারের হিড়িক পড়ে যায় রমজান শুরুর আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবং ভাইবারে। বিশেষ করে ফেসবুকে।

গত বছরের মতো জাপানে এবছরও প্রথম ইফতার মাহফিলের আয়োজনটি ছিল বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার।

রবিবার টোকিওর অজি হোকু তোপিয়া স্কাই হলে আয়োজিত ইফতার মাহফিলে প্রবাসীদের ঢল নামে। মৌসুমের প্রথম ইফতার মাহফিল হওয়াতে প্রবাসীদের উৎসাহটাও একটু বেশিই ছিল। এছাড়া এদিন অন্য কোনো বড় আয়োজন ছিল না। টোকিওর প্রাণকেন্দ্র এবং যোগাযোগ ব্যবস্থা সুবিধার জন্য অতিথিদের ঢল নামে।

ইফতার মাহফিলে কোনো রাজনৈতিক বক্তব্য দেয়া হয়নি। শুধুমাত্র পবিত্র কোরানের আলোকে রমজান মাসের ফজিলতের উপর বয়ান দেন শিন মিসাতো মসজিদের ইমাম হাফেজ মাওলানা আরাফাত উল্লাহ। তিনি মাগরিবের নামাজেও ইমামতি করেন।

ইফতার পূর্ব দোয়া প্রার্থনায় মাওলানা আরাফাত উল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

ঢাকাটাইমস

Leave a Reply