টং‌গিবাড়ী‌তে তিন মাদক সেবীকে আটক, ভ্রমমান আদ‌াল‌তে ছয় মাসের দন্ড

‌মো: ম‌নির হো‌সেন: টং‌গিবাড়ী উপজেলার আমতলী গ্রামের রাজন শিকদারের বাড়ী থে‌কে সকা‌লে তিন মাদক‌সেবীকে আটক ক‌রে পু‌লিশ। প‌রে তা‌দের ভ্রমমান আদাল‌তের মাধ‌মে প‌্র‌ত্যেক‌কে ছয় মা‌সের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রমমান আদালত প‌রিচালনা ক‌রেন মোহাম্মদ কা‌বিরুল ইসলাম খান, বিজ্ঞ নির্বাহী ম্য‌জি‌স্ট্রেট ও সহকারী ক‌মিশনার ভূ‌মি, টং‌গিবাড়ী, মুন্সীগঞ্জ।

Leave a Reply