মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এ্যাম্বুলেন্স চালকে না পাওয়ায় আড়াই ঘন্টা পরে মৃত্যুর কোলে ঢলে পড়ের হাসপাতালে চিকিৎসা নিতে আসা আব্দুল রহমান মোল্লা (৭০)। সে উপজেলা পয়সা গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে।
আব্দুল রহমান মোল্লা দুপুর ২টার দিকে অসুস্থ্য বোধ করলে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. মুরাদ হোসেন তার অবস্থা খারাপ বিধায় তাকে ঢাকায় রেফার করেন। এ সময় তার জন্য এ্যাম্বুলেন্স বরাদ্দ করা হলেও চালকের অভাবে তাকে ঢাকায় নেয়া সম্ভভ হয়নি। দীর্ঘ তিন ঘন্টা অপেক্ষার পরেও এ্যাম্বুলেন্স চালককে কোথা না পাওয়ায় অবশেষে বিকেল সাড়ে ৪ টার দিকে আব্দুল রহমান মোল্লা মারা যায়।
এ সময় জেলা প্রশাসক সায়লা ফারজানা লৌহজং উপজেলা পরিষদের সাধারণ সভায় উপস্থিত থাকায় ক্ষুব্ধ এলাকাবসী লাশসহ এসে জেলা প্রশাসকের নিকট ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। এবং এ্যাম্বুলেন্স চালকের শাস্তি দাবী করেন। জেলা প্রশাসক সায়লা ফারজানা তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে এর যথাযথ ব্যবস্থা নেয়া আশ্বাস দেন।
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন হাবিবুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে তিনি অবগত নয় বলে জানান। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নিবেন।
তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হুমায়ূণ কবীর বলেন, অভিযোগের প্রেক্ষেতি তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জনকন্ঠ
Leave a Reply