পটুয়াখালীর আন্ধারমানিক নদী থেকে ড্রেজার শ্রমিকের লাশ উদ্বার

পটুয়াখালীর কলাপাড়া অন্ধারমানিক নদী থেকে ড্রেজার শ্রমিক শাহজাহান প্রধানের (৪৫) লাশ উদ্বার করেছে কলাপাড়া থানা পুলিশ। শুক্রবার (২৫ মে) সকালে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা এলাকায় আন্ধারমানিক নদীর পাড় থেকে তার লাশ উদ্বার করা হয়। শাহজান প্রধান মুন্সীগঞ্জ জেলার গজালিযা থানার আকালিযা গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও থানা সূত্র জানা যায়, পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপ বিদ্যুৎ কে›দ্রের সামনে আন্ধারমানিক নদীতে ড্রেজারে কাজ করার সময় অসর্তকতায় নদীর পানিতে পড়ে যায় শাহজাহান প্রধান।

তাৎক্ষনিকভাবে নদীতে অনেক খোজাখুজির পরও তার সন্ধান না পেয়ে বুধবার ২৩ মে ভাইয়ের ছেলে আল-আমিন প্রধান কলাপাড়া থানায় জিডি করে। অন্ধারমানিক নদীতে একটি লাশ ভেসে উঠার খরব পেয়ে কলাপাড়া থানা পুলিশ গিয়ে শুক্রবার সকাল ৯টায় তার লাশ উদ্বার করে।

কলাপাড়া থানার এসআই নাজমুল হাসান জানান, লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সময়ের কন্ঠস্বর

Leave a Reply