আরিফ হোসেন: শ্রীনগরে বাবু শেখ নামে এক যুবক গত ৮ দিন ধরে ঢাকা থেকে নিখোঁজ রয়েছে। এঘটনায় ঢাকার ওয়ারী থানায় সাধারণ ডাইরী হলেও পুলিশ নিখোঁজ ওই যুবকের কোন সন্ধান দিতে পারছেনা। নিখোঁজ বাবু শেখ উপজেলার বীরতারা ইউনিয়নের মাশাখোলা গ্রামের শেখ সেরাজুলের ছেলে। সে ঢাকার ওয়ারী এলাকায় থেকে ভাড়ায় গাড়ী চালাতো। বাবু গত ১৯ মে ওয়ারীর ১০ নং নবাবষ্ট্রীটের বাসা থেকে বের হয়ে নিখোজ হয়।
নিখোজ বাবু শেখের ভাই আব্বাস শেখ জানান, এই ক’দিনে তার ভাইকে তারা বিভিন্ন স্থানে খোঁজ করেছেন কিন্তু কোথাও সন্ধান পাননি। সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন ভেঙ্গে পড়েছেন। বাবু শেখের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। তিন দিন আগে মোবাইল ফোনটি অল্প সময়ের জন্য খোলা পাওয়া গেলেও পরক্ষনেই তা বন্ধ পাওয়া যায়। নিখোঁজের ৩ দিন পর বাবু শেখের শশুড় রুপগঞ্জ উপজেলার বড়পা বাগানবাড়ী এলাকার আঃ রউফ বাদী হয়ে ওয়ারী থানায় সাধারণ ডাইরী করেন। পুলিশ চেষ্টা করলেও এখনো পর্যন্ত বাবু শেখের কোন সন্ধান দিতে পারেননি।
Leave a Reply