গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকাপভ্যান ও কাভার্ডভ্যানের সংঘর্ষে কমলেশ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী। বুধবার সকাল আটটার দিকে ভবেরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল কুমিল্লাগামী যানবাহন দুটি পরস্পরকে পাল্লা দিতে গেলে কাভারভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পিকাপটিকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের গভীর ফেলে দেয়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অবজারভার

Leave a Reply