সিরাজদিখানে শিশু খাদ্য বিপণন নিয়ন্ত্রণ বিধিমালা বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত

নাছির উদ্দিন : মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি বিপণন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ও ইহার বিধিমালা ২০১৭ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. মো. দুলাল হোসেনের সভাপতিত্বে ও ফারহানা বণ্যার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেরা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াছমিন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. নজরুল ইসলাম, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কে.এন ইসলাম বাবুল। সভায় বিধিমালা বিষয় নিয়ে অবহিতকরন বক্তব্য রাখেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আক্রাম হোসেন, সিরাজদিখান প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন, সাংবাদিক সুব্রত দাস রনক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, ডা. বদিউজ্জামান, ডা. রনবীর ঘোষ, সিরাজদিখান থানার এস আই আব্দুস সবুর খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আজিজুর রহমান মাসুদ, বিভিন্ন সরকারি সকল বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি সংবাদ কর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply