আরিফ হোসেন: শ্রীনগরে ১ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে মাশুরগাও ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কনকসার এলাকার দেলোয়ার খান (৫৫) ও তার স্ত্রী ফাতেমা বেগম (৪৫) কে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা ঢাকার লক্সীবাজার এলাকায় খালেক মিয়ার বাসায় ভাড়া শ্রীনগর ও লৌহজং এলাকার বিভিন্ন স্থানে মাদক সাপ্লাই করে আসছিল। আটক হওয়ার আগে তারা লৌহজং এলাকার সুমন নামে এক মাদক ব্যবসায়ীর কাছে ৫ কেজি গাঁজা হস্তান্তর করে। শ্রীনগর থানার এসআই হাবীব জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে শ্রীনগর ও লৌহজং থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
Leave a Reply