গাজীপুরে নির্বাচনে জিতিয়ে দেয়ার প্রলোভনে টাকা দাবি, যুবক আটক

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীকে জিতিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা দাবির ঘটনায় আতিকুল ইসলাম হৃদয় (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন আর রশীদ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. নজরুল ইসলাম অভিযোগ করেন- মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার রানাদিয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে আতিকুল ইসলাম হৃদয় (৩০) গত ৫ জুন তার বাড়িতে যান। এ সময় আতিকুল ইসলাম নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্টেন্ট প্রফেসর ড. লিক্সন চৌধুরী বলে পরিচয় দেন। পরে আলাপচারিতায় নজরুল ইসলামকে সিটি নির্বাচনে পাস করিয়ে দেবেন বলে সাড়ে ৫ লাখ টাকা দাবি করেন।

পুলিশ সুপার আরও জানান, আতিকুল ইসলাম হৃদয় ওই টাকা ১১, ২২ ও নির্বাচনের আগের দিন ২৫ জুন তিন কিস্তিতে দেয়ার জন্য নজরুলকে বলেন। এ ঘটনা জানতে পেরে গাজীপুরের ডিবি পুলিশ বিষয়টি তদন্ত করে। পরে বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া অ্যাসিস্টেন্ট প্রফেসরের কার্ডসহ নগরীর ইটাহাটার একটি ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আমিনুল ইসলাম/আরএআর/পিআর

Leave a Reply