মুন্সীগঞ্জে ইফতার খেয়ে শতাধিক অসুস্থ

মুন্সীগঞ্জ সদর উপজেলার ঘাসি পুকুর পাড় গ্রামের সলেমন শেখ এর বাড়িতে ইফতার মাহফিলের খাবার খেয়ে প্রায় শতাধিক শিশু, নারী ও পুরুষ আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় নুসরাত (৫), জুবায়ের (৫), তাসকিন (৪), আলিফ হোসেন (৩), কাইয়ূম (১৮) সেলিম সেখে(৮), রব্বি দেওয়ান, রাসেদুল ইসলামসহ ২০জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সরেজমিনে, মুন্সীগঞ্জ সদর হাসপতালে গিয়ে দেখা যায় রোগী ও তার স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠেছে। জরুরী বিভাগের মেঝেতে রোগীদের স্যালাইন দেওয়া হচ্ছে।

একের পর এক রোগী ওই গ্রাম হতে হাসপাতালে আসছে। অনেককে দাঁড়িয়ে বমি করতে দেখা গেছে। কর্তব্যরত ডাক্তার রোগীদেরকে স্যালাইন দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করছে।

এ ব্যাপারে রোগীর স্বজন শাহালম জানান, ঘাসি পুকুর পাড় গ্রামের প্রবাসী সলেমন সেখের বাড়িতে ইফতারীত দাওয়াত ছিলো। ওই ইফতার খাওয়ার পর হতে প্রায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পরে। পরে অনেককে সদর হাসপাতাল নিয়ে আসলে ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে।

এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক আবুল বাসার জানান, খাদ্য বিষক্রিয়ার জন্য এ সমস্যা হতে পারে। গুরুতর আহত ১৭জনকে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

পূর্ব পশ্চিম

Leave a Reply