মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি গ্রামের মৃত মনতাজউদ্দিন মিয়ার ছেলে সাংবাদিক ও প্রকাশক শাজাহান বাচ্চু (৬২) গত সোমবার বিকালে নিজ গ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
তিনি জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া সাংবাদিক, কবি, প্রকাশক ও ব্লগার ছিলেন। ঢাকার বাংলাবাজারে বিশাকা প্রকাশনীর স্বত্বাধিকারী ও সাপ্তাহিক আমাদের বিক্রমপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন বাচ্চু।
এ হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজদিখান থানায় নিহতের দ্বিতীয় স্ত্রী আফসানা জাহান মঙ্গলবার দুপুরে একটি মামলা দায়ের করেন।
সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. হেলালউদ্দিন যুগান্তরকে বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। মামলার এজাহারে অজ্ঞাত ৪ জনকে আসামি করা হয়েছে। তিনি নিজে মামলাটি তদন্ত করছেন বলে জানান।
এদিকে নিহত ব্লগার শাজাহান বাচ্চুর নিজ বাড়িসংলগ্ন ৯৮নং কাকালদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার বিকাল ৪টায় তার জানাজা শেষে কাকালদি বড়বাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
যুগান্তর
Leave a Reply