মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহা সড়কের ২০ কিলোমিটারে যান বাহনের ধীর গতি

জসীম উদ্দীন দেওয়ান : ঈদ যাত্রায় শুক্রবারের শুরু থেকেই যানবাহনের চাপ দেখা যায় মুন্সীগঞ্জের ঢাকা- মাওয়া মহা সড়কের শিমুলিয়া ঘাট থেকে নিমতলী পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে। এই পথে ভোর থেকেই ধীর গতিতে চলছে যানবাহন। দুর পাল্লার যানবাহনের সাথে অধিকাংশ লোকাল গাড়ি দখল করে নিয়েছে এই মহাসড়ক।

পুলিশ জানান, মহাসড়কের শ্রীনগর ভুই চিত্র এলাকায় পদ্মাসেতুর সড়ক নির্মাধিন থাকায়, সড়কটি এক মুখী হয়ে পরে। যার কারণে এক পাশের গাড়ি থামিয়ে রেখে আরেক পাশের গাড়ি সচল করতে হয়। ফলে গাড়ীর গতিতে ধীরস্থতা চলে আসে। তবে ঈদ যাত্রায় যানবাহন স্বাভাবিক চলতে কুচিয়া মোরা থেকে শিমুলিয়া পর্যন্ত ৩৪ টি পয়েন্টে দায়িত্ব পালনে নিযুক্ত আছে আইন শৃঙ্খলাবাহিনীর পাঁচ শতাধিক সদস্য।

Leave a Reply