সিরাজদিখানে বিদেশি মদসহ যুবক আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিদেশি মদসহ ইব্রাহীম (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১) সদস্যরা।

ইব্রাহীম বরিশাল জেলার হিজলা থানার পতুনীভাঙ্গা গ্রামের ফজল মাতুব্বরের ছেলে।

বুধবার (২০ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার এএসপি মো. মহিতুল ইসলাম জানান, গোপন খবর পেয়ে মঙ্গলবার (১৯ জুন) বিকেলে ছোট শিকরপুর গ্রামের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ বোতল বিদেশি হুইস্কি জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজদিখান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply