সিরাজদীখানে অন্যকে বিধবা বানিয়ে ভাতা আত্মসাৎ ইউপি সদস্যের

মুন্সীগঞ্জের সিরাজদীখানে এক নারীর জীবিত স্বামীকে মৃত দেখিয়ে তার বিধবাভাতার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনা ঘটেছে উপজেলার বালুচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চান্দেরচর গ্রামে।

বালুচর ইউনিয়নের ১, ২, ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য মোসা. সালেহা বেগম ২০০৮ সালে ওই গ্রামের মো. নাসির উদ্দিনকে মৃত দেখিয়ে তার স্ত্রী নাজমা বেগমকে বিধবা বানিয়ে বিধবাভাতা প্রাপ্তির তালিকায় অন্তর্ভুক্ত করে ভাতার বই নিজের কাছে রেখে ভাতার টাকা আত্মসাৎ করেন।

সাবেক ইউপি সদস্য সালেহা বেগম জালিয়াতির মাধ্যমে প্রায় ৮ বছর ধরে বিধবাভাতা উত্তোলন করে নাজমা বেগমকে দুই বার কিছু টাকা দিয়ে বাকি টাকা তিনি নিজেই আত্মসাৎ করে আসছেন।

সরেজমিনে দেখা গেছে, নাজমা বেগম বিধবা নন, তার স্বামী মো. নাসির উদ্দিন বালুচর ইউনিয়নের বালুচর বাজারে বিক্রমপুর সুইটমিট অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটি হোটেলে চাকরি করেন।

নাজমা বেগম বলেন, আমাকে বিধবা বানিয়ে সাবেক ইউপি সদস্য সালেহা বেগম যে বই করেছেন তা আমি আগে জানতাম না। তিনি দুইবার আমাকে টাকা দিয়েছেন। আমি জানার পর বই চাইলে তিনি টালবাহানা করেন এবং বলেন বই হারিয়ে গেছে।

বালুচরের ইউপি চেয়ারম্যান মো. আবুবকর সিদ্দিক বলেন, বিধবাভাতা সম্পর্কে আমার জানা নেই। তবে সাবেক ওই নারী ইউপি সদস্য ওয়ারিশ সার্টিফিকেট জালসহ বিভিন্ন অপকর্ম করার কারণে আমি তাকে একাধিকবার শোকজ করেছিলাম।

সিরাজদীখান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আজিজ মাসুদ বলেন, বিষয়টি আমি জানার পর তদন্ত করে সত্যতা পেয়েছি এবং বইটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।

সাবেক ইউপি সদস্য মোসা. সালেহা বেগম বলেন, নাজমা বেগমের আয়-রোজগার ছিল না বলে বইটি করা হয়েছিল। তবে আমি কোনো টাকা পয়সা নিইনি।

সমকাল

Leave a Reply