পদ্মায় গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

লৌহজং উপজেলার পদ্মানদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসাছাত্র রাকিব হাসান (১৮) মারা গেছে। মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সে যাত্রাবাড়ী বড় মাদ্রাসায় হাফেজি পড়তো। তার পিতার নাম তৈয়ব আলী শেখ। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ঢাকার কদমতলী উপজেলার শনির-আখড়া এলাকার তৈয়ব আলীর পুত্র রাকিব হাসান ও তার ৮ বন্ধু মিলে ঢাকা থেকে মাওয়ায় ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে ঘুরাঘুরি করতে এসে পদ্মায় গোসল করতে নামে। এ সময় অন্যান্য বন্ধুরা পুরাতন ঘাটের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছিল।

রাকিবসহ ৩ জন পুরাতন ফেরিঘাট এলাকার পদ্মানদীর তীরে রাখা কার্গো জাহাজের রশি ধরে পদ্মায় গোসল করছিল। এ সময় নদীতে প্রচুর স্রোত থাকায় রশি থেকে হাত ছুটে গেলে রাকিব পদ্মার অথৈ পানিতে নিখোঁজ হয়। এ সময়ে তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা অনেক চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারেনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে মাওয়া নৌ-পুলিশের একটি দল। ঈদকে কেন্দ্র করে শিমুলিয়া ফেরিঘাটে নিরাপত্তায় থাকা ঢাকার একটি অতিরিক্ত ফায়ার সার্ভিসের দল সেখানে ছুটে যান। ডুবুরি মাহবুব আলমের নেতৃত্বে অনেক খোঁজাখুঁজির পর ঘটনাস্থলের পাশেই একটি ড্রেজারের নিচ থেকে রাকিব হাসানের মরদেহ উদ্ধার করা হয়।

জনকন্ঠ

Leave a Reply