শ্রীনগর উপজেলায় ইয়াবাসহ মো. রিপন তালুকদার, হাবিবুর মৃধা ও পরিতোষ চন্দ্র ফলিয়া নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রর্যাব-১১। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের উত্তরগাঁও দুখাই শেখের বাড়ীর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মুন্সীগঞ্জ সিপিসি-১ কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক নাহিদ হাসান জনির নেতৃত্বে র্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ৪৮ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ নয় হাজার টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার র্যাব এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রিপন তালুকদার শ্রীনগর উপজেলার উত্তরগাঁও গ্রামের মোখলেছ তালুকদারের ছেলে ও মো. হাবিবুর মৃধা পাশ্ববর্তী লৌহজং উপজেলার জাঙ্গালীয়া গ্রামের মৃত ইদ্রিস মৃধার ছেলে এবং পরিতোষ গোপালগঞ্জ জেলার মৃত গনেশ চন্দ্রের ছেলে সে বর্তমানে নওপাড়া বাজারের মন্টু বেপারীর মার্কেটে ভাড়া থাকেন।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মুল্য ১৪ হাজার ৪০০ টাকা। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
নিউজজি
Leave a Reply