ইমতিয়াজ উদ্দিন বাবুল: শাপলায় জীবন চলে শতাধিক পরিবারের পুলিশের চাঁদাবাজির অভিযোগ জাতীয় ফুল শাপলা দেখতে যেমন সুন্দর, তেমনি তরকারি হিসেবে খেতেও সুস্বাদু। শাপলা তুলে বিক্রি করে জীবিকা নির্বাহ করছে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বিভিন্ন এলাকার শত শত পরিবার। কৃষি জমি পানির নিচে থাকায় এ মৌসুমে এলাকার কৃষকের তেমন কোনো কাজ নেই। তাই এলাকার অনেক কৃষক বর্তমানে এ পেশায় জড়িয়ে পড়েছেন। এ পেশায় কোনো পুঁজির প্রয়োজন না হওয়ায় বিভিন্ন বয়সের লোক এ পেশায় অংশ নিয়ে জীবিকা নির্বাহ করছে।
এ বর্ষায় সিরাজদীখান উপজেলার ডুবে যাওয়া বিভিন্ন বোরো, আমন ও পাটক্ষেতে শাপলা ব্যাপকভাবে জন্মেছে। এ ছাড়া এলাকার ইছামতি খালের পানিতেও শাপলা ফুল ফুটেছে প্রচুর। এলাকার শাপলা সংগ্রহকারী কৃষকরা নৌকা নিয়ে ঘুরে ঘুরে শাপলা সংগ্রহ করতে শুরু করেন।
লতব্দী ইউনিয়নের চর নিমতলার বিল থেকে শাপলা সংগ্রহকারী মো. ওয়াজুদ্দিন মিয়া জানান, একেকজন কমপক্ষে ৩০ থেকে সর্বোচ্চ ৪০ মুঠা (৬০ পিস শাপলায় ১ মুঠা ধরা হয়) সংগ্রহ করতে পারেন। পাইকাররা সংগ্রহকারীর কাছ থেকে এসব শাপলা সংগ্রহ করেন। সিরাজদীখানের রসুনিয়া, ইমামগঞ্জ ও তালতলায় শাপলার পাইকারি ক্রয়কেন্দ্র রয়েছে। পাইকাররা এখান থেকে শাপলা ক্রয় করে ঢাকার যাত্রাবাড়ী পাইকারি বাজারে বিক্রি করেন।
উপজেলার দনিয়াপাড়া গ্রামের পাইকার মোহন মিয়া জানান, শাপলা সংগ্রহকারীদের কাছ থেকে প্রতিদিন প্রায় দেড় হাজার থেকে দুই হাজার মুঠা শাপলা ক্রয় করে থাকেন। তবে পোস্তগোলা থেকে যাত্রাবাড়ী পৌঁছানো পর্যন্ত ৪ থেকে ৫ জায়গায় পুলিশকে চাঁদা দিতে হয়। পুলিশকে চাঁদা না দিতে হলে ব্যবসাটা ভালোই ছিল।
হাসাড়া হাইওয়ে থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার বলেন, ঢাকা-মাওয়া মহাসড়কে হাইওয়েতে পুলিশ কোনো গাড়ি আটকে চাঁদা আদায় করে না। পোস্তগোলা-জুরাইন আমার এরিয়ার বাইরে। এখানে কারা টাকা-পয়সা নেয় তা আমার জানা নেই।
সমকাল
Leave a Reply