মুন্সীগঞ্জে বসত ভিটার মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। মুন্সীগঞ্জে সদর উপজেলার চর-কেওয়ার ইউনিয়নের নলবুলিয়া কান্দি এলাকায় আশু বেগম নামের এক গৃহকর্মীর ৬ শতাংশ বসত ভিটার মাটি কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
মুক্তার হোসেন, মো: দাদন, মো: ফিরোজ এই ৩ জন শনিবার রাতের আধারে বসত ভিটার মাটি কেটে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন আশু বেগমের স্বামী মো: নূর হোসেন মোল্লা।
এই ঘটনায় সাংবাদিকদের মো: আক্তার ফকিরকে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা শিকার করে বলেন নদীর পাড় হয়ে একটি রাস্তা নির্মান করছি আমরা কয়েকজন বন্ধু মিলে ও সরকারী অনুদান আছে ঈদগাহ ও কবস্থান যাওয়ার রাস্তা সেইখানে আমরা কারও জায়গার মাটি কেটে নেয়নি বরং আমি আমার দাদীর জায়গার মাটি কেটে নিয়েছি।
বিডি২৪লাইভ/
Leave a Reply